Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধভাবে দ্বীনি কাজ চালিয়ে গেলে ইসলামী সমাজ ব্যবস্থাই বিজয়ী হবে : মদীনা সম্পাদকের স্মরণ সভায় বক্তাগণ

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাঙালি মুসলমানের স্বাধীন মাতৃভূমি, ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খানের চিন্তা ও আদর্শ চর্চার বিকল্প নেই। ৬০ বছরের কর্মময় জীবনে তিনি যে সংগ্রামী আদর্শ ও অতুলনীয় অবদান রেখে গেছেন, জাতি তা কোনোদিন ভুলবে না। দেশের স্বনামধন্য ইসলামী শিক্ষাঙ্গন দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসায় এ মনীষীর স্মরণসভা করে উম্মাহর পক্ষ থেকে এক মহান দায়িত্ব পালন করল। এ প্রতিষ্ঠান সাহাবায়ে কেরাম, পীর-মাশায়েখ ও হাক্কানী আলেম-উলামার পথ ধরে আধুনিক একটি প্রজন্ম তৈরি করছে। যারা দ্বীনি শিক্ষার ধারক হিসাবে জাতিকে পবিত্র ইসলামের উদার ও মানবিক আদর্শের দিকে পরিচালিত করবে। ধর্মহীন নাস্তিকতার যে প্রচারণা ও চতুর্মুখি আক্রমণ শুরু হয়েছে তা মোকাবিলা করার মতো আধ্যাত্মিক, জ্ঞান, চিন্তা ও নৈতিক যোগ্যতা সম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব তৈরিই এখন সময়ের বড় দাবি। ঐক্য ও সমঝোতার ভিত্তিতে ইমানদারদের এখন সীসাঢালা প্রাচীরের মতো ১৫ কোটি মুসলমানের ঈমান, আকিদা, বিশ্বাস, আমল-আখলাক ও সংস্কৃতিকে ধরে রাখতে হবে। ঐতিহ্যগত পন্থায় দ্বীনি তৎপরতা চালিয়ে গেলে অচিরেই এ দেশ হবে ইসলামী সমাজ ব্যবস্থার উত্তম দৃষ্টান্ত। গতকাল রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগরস্থ দারুন্নাজাত মাদরাসায় আয়োজিত মাওলানা মুহিউদ্দিন খান স্মরণ সভায় প্রধান অতিথির আলোচনায় দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এসব কথা বলেন। সভায় বক্তাগণ মাওলানা খানের জীবনের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থান তুলে ধরেন।
প্রিন্সিপাল মাওলানা আ.ফ.ম. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আহমদ আবুল কালাম, ব্যারিস্টার খলিলুর রহমানসহ অন্যান্য উলমা, মাশায়েখ ও সুধীবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
আলোচনা ও দু‘আ মাহফিল কাল
এদিকে, দেশের বহুল প্রচারিত ‘মাসিক মদীনা’র সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহিউদ্দীন খানের (রহ.) রুহের মাগফিরাত কামনায় ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে এক বিশেষ আলোচনা সভা ও দু‘আ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা আব্দুল লতিফ নেজামী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ড. ঈসা শাহেদী, মাওলানা জাফরুল্লাহ খান ও মাওলানা আজিজুল হক মুরাদ। এতে সভাপতিত্ব করবেন ইসলামী পত্রিকা পরিষদের সভাপতি মুফতি আবুল হাসান শামসাবাদী। ইসলামী পত্রিকা পরিষদের সহ-সভাপতি আলহাজ মোস্তফা মঈন উদ্দীন খান, সেক্রেটারি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন ও জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম কবির আলোচনা সভা ও দু’আ মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্যবদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ