নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টেস্ট ইতিহাসের অন্যতম দুই সেরা পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড আছেন ইংল্যান্ড দলে। তবে পাকিস্তানের ভয় জফ্রা আর্চারকে নিয়ে। দলটির নতুন ব্যাটিং কোচ ইউনিস খান মনে করছেন, ইংল্যান্ডে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হবেন এই পেসার।
২০১৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আর্চার। এখন পর্যন্ত ইংলিশ এই পেসার খেলেছেন সাতটি টেস্ট, ১৪টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে রেখেছেন অবদান। ভালো করেছেন অ্যাশেজ সিরিজেও। আর্চারকে প্রতিপক্ষ হিসেবে তিনটি ওয়ানডেতে পেয়েছে পাকিস্তান। আসছে সিরিজে প্রথমবারের মতো লাল বলে বার্বাডোজে জন্ম নেওয়া এই পেসারের মুখোমুখি হবে পাকিস্তানি ব্যাটসম্যানরা।
তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে রোববার ২০ সদস্যের দল নিয়ে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান। দলের সঙ্গে সফরে যাওয়ার আগে আর্চারকে নিয়ে ভাবনায় থাকার কথা জানান ইউনিস, ‘সে সত্যিকারের ম্যাচ উইনার এবং প্রতিপক্ষের জন্য হুমকি। তার চাপ নেওয়ার ক্ষমতা অনেক, যেটা বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপ‚র্ণ সুপার ওভার করে সে প্রমাণ করেছে। তাকে নিয়ে চারপাশে যে আলোড়ন, এটা তার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। আমি ব্যাটসম্যানদের বলেছি, শরীরের কাছ থেকে খেলতে এবং ব্যাক ফুটে খেলতে। কারণ তার ইন-সুইঙ্গার হতে পারে খুবই ভয়ানক।’ ২০১৬ সালে ইংল্যান্ডের মাটিতে ড্র করা সিরিজে ব্যাট হাতে পাকিস্তানের হয়ে বড় অবদান রেখেছিলেন ইউনিস। সেই সফরেই সাসেক্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে আর্চারের মুখোমুখি হয়েছিলেন তিনি, ‘সেই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিল সে। কিন্তু ওই সময় সে তার বোলিংয়ে এখনকার মতো শীর্ষ পর্যায়ে ছিল না।’
শুধু আর্চার নয়, অ্যান্ডারসন-ব্রডদের নিয়েও ভাবছেন ইউনিস। সব মিলিয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জ দেখছেন টেস্টে দেশটির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাদের সামলাতে আবহাওয়ারও একটু সহায়তার প্রয়োজন দেখছেন তিনি, ‘অ্যান্ডারসন ও ব্রডের অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ। তারা সব সময়ই অসাধারণ বোলিং জুটি। যখনই ইংল্যান্ড জেতে, তাদের থাকে সিংহভাগ অবদান। আগস্টে অবশ্য আবহাওয়া শুষ্ক থাকবে এবং মেঘ থাকবে না। সে সময় তাদেরকে ভালোভাবে সামলানো সম্ভব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।