বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে নতুন করে দুই পুলিশসহ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৫৭২ জন। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার সিরাজগঞ্জে কর্মরত এক পুলিশ ও গাজীপুরে কর্মরত টাঙ্গাইলের অধিবাসী দুই পুলিশ সদস্যসহ আটজন, দেলদুয়ারে চারজন, সখিপুরে তিনজন, ভূঞাপুরে তিনজন, মির্জাপুরে দুইজন, গোপালপুরে দুইজন, ধনবাড়ীতে একজন ও ঘাটাইলে একজন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ২০০ জন। মারা গেছেন ১২ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৭২২টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দনি জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ভর্তি হয়। ১৭জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। র্বতমানে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।