বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকায় কর্মরত থাকাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত ওয়াসা’র এক কর্মকর্তার মৃত দেহ সোমবার নান্দাইল উপজেলার মহেশকুড়া গ্রামে দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহম্মেদ নাসের উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন করোনা আক্রান্ত রোগীর লাশ দাফনে যেন কোন ধরনের জনসমাগম বা গণজমায়েতের সৃষ্টি না হয় সে লক্ষ্যে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ইউএনও জানান, রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের বাসিন্দা। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত দশ দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পজিটিভ হলে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আটটার দিকে তিনি মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু জানান, স্বাস্থ্য বিধি মেনে মৃতের পারিবারিক কবরস্থানে সোমবার (২৯ জুন) সকালে পারিবারিক দাফন কাজ সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।