Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় করোনা আক্রান্ত স্বামীর একদিন পর স্ত্রী’র মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৫:০৯ পিএম

সাতক্ষীরায় করোনা আক্রান্ত স্বামীর মৃত্যুর একদিন পর স্ত্রী সখিনা খাতুন (৭০) করোনায় মারা গেলেন। সোমবার ( ২৯ জুন) দুপুরে শহরের সুলতানপুরে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। সখিনার স্বামী কাজী আব্দুল মতিন (৭৫) গত শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান। রোববার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে মতিনের দাফন করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজনেই করোনা পজেটিভ ছিলেন। এই দুজনের মৃত্যু নিয়ে জেলায় মোট চারজন করোনা আক্রান্তে মারা গেলেন।
এদিকে, একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রী করোনায় মারা যাওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা ভীষনভাবে ভেঙ্গে পড়েছেন। তারা বলছেন, মৃত্যুর পরে করোনা পজেটিভ পাওয়া যাচ্ছে। এটা যদি মৃত্যুর আগে জানা যেতো, তাহলে হয়তো পরিবারের এতোবড়ো ক্ষতি হতো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ