Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে আরো ৩৯জন করোনায় আক্রান্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ২:৩৫ পিএম

যশোর জেলায় আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫শ’ ৫৬। এ পর্যন্ত মারা গেছেন ৯জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ১১। করোনা থেকে মুক্ত হয়েছেন মোট ১৬৪জন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন ঈদের পর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে ৩৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানা, সোমবার যশোর, মাগুরা, সাতক্ষীরাসহ এ অঞ্চলের মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ