Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গায় নৌকা ভাড়া করে উৎসুক জনতার ভিড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ২:১৪ পিএম

করোভাইরাসের সংক্রমকে উপেক্ষা করে শত শত মানুষ নৌকা ভাড়া করে বুড়িগঙ্গায় ভিড় করেন। সোমবার সকালে লঞ্চ ডুবির ঘটনার পর অসংখ্য মানুষ নদী পাড়ে এবং নদীতে ভিড় করে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বার বার বলার পরও মানুষের ভিড় কমানো যায়নি। এতে উদ্ধার তৎপরতা ব্যহত হয়। জানাযায়, ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডের উদ্ধার তৎপরতা দেখতে নৌকা ভাড়া করে ভিড় করছেন উৎসুক জনতা।

কোস্টগার্ড, নৌপুলিশ, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ উদ্ধার কাজ চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ