Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের জন্য ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ছেড়েছেন অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:২৩ পিএম

ওয়েব সিরিজ 'ব্রেথ' দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ডেবিউ হতে চলেছে অভিষেক বচ্চনের। ইতোমধ্যে অ্যামাজন প্রাইমে সিরিজের টিজার প্রকাশ পেয়েছে। যেখানে একজন হারিয়ে যাওয়া মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছেন, 'এখন তিনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ তার মেয়ে আরাধ্যা। সে জন্মের পর থেকেই তার জীবনের অনেক কিছুই বদলে গেছে। কিছু দৃশ্য আছে যেগুলোতে একেবারেই স্বস্তি পান না তিনি।

জুনিয়র বচ্চনের কথায়, এমন কিছু করতে চাই না যাতে আমার মেয়ে অস্বস্তিতে পড়ে কিংবা মনে প্রশ্ন জাগে এসব কি হচ্ছে? আমি নিজেকে অনেক কিছু থেকেই গুটিয়ে নিয়েছি। শুধুমাত্র ঘনিষ্ঠ দৃশ্যের কারণে অনেক সিনেমা হাতছাড়া হয়ে গেছে আমার। কিন্তু তাতে আমার কোনও আক্ষেপ নেই।

বিগ বাজেটের সিনেমা হাতছাড়া হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনও প্রজেক্টে যুক্ত হওয়ার আগেই নির্মাতাদের বলি যে, অন্তরঙ্গ দৃশ্য থাকলে আমি কাজ করব না। এরপর যদি ব্যাটেবলে মিলে যায় তাহলেই কাজটি করা হয়, অন্যথায় সেটা হয়না। আমার সেটা নিয়ে কোনও অসুবিধা নেই। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ