Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরকে বিশেষ আবেদন জানালেন অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১০:১২ এএম

অভিনয়ে আসার আগে থেকেই সুপারস্টার অভিষেক বচ্চন। কেননা তার বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া ভাদুড়ি। তবে ক্যারিয়ারে সফলতা পেতে তাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছিলো। ২০০০ সালে 'রিফিউজি' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। দেখতে দেখতে অভিনয় জীবনের দুই দশক পার করলেন এই চিত্রতারকা।

ক্যারিয়ারের দুই দশক পূর্তি উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ক্যাম্পেইন শুরু করেছেন অভিষেক বচ্চন। এর নাম 'রোড টু টোয়েন্টি'। সেই ক্যাম্পেইনে আমিরের কাছে বিশেষ একটি আবেদন জানিয়েছেন জুনিয়র বচ্চন।

২০১৩ সালে মুক্তি পায় 'ধুম থ্রি' সিনেমাটি। এতে আমির খান দ্বৈত চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন আমির এবং অভিষেক। তার ক্যাম্পেইনে এই সিনেমার স্মৃতি রোমন্থন করে কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন অভিনেতা।

আমিরের ভূয়সী প্রশংসা করে ওই পোস্টে অভিষেক লিখেছেন, আমির অত্যন্ত 'ডাউন টু আর্থ' একজন মানুষ। পাশাপাশি সহ-অভিনেতা হিসেবে তিনি অত্যন্ত চমৎকার। তিনি এও লেখেন, 'ধুম' আমাকে জীবনে একবার হলেও আমিরের সঙ্গে কাজ করে দেওয়ার সুযোগ করে দিয়েছিলো। এরপর যদি কখনো সুযোগ আসে, তাহলে সহ-অভিনেতা হিসেবে নয়, তার পরিচালনায় কাজ করতে চাই। আমির তুমি যদি আমার এই লেখাটা পড়ে থাকো, তবে আমার আবেদনটা মাথায় রেখো।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ