Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৩ থেকেই সংক্রমিত হওয়া শুরু করে করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০১ এএম

এবার কানাডার বিজ্ঞানীদের দাবি, ২০১৩ সাল থেকেই সংক্রমণ শুরু হয় করোনা ভাইরাসের। যা চরিত্র বদলে ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সম্প্রতি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, ২০১৩ সাল থেকেই মানব শরীরে সংক্রমিত হতে শুরু করেছিল করোনা ভাইরাস । তবে কানাডার বিজ্ঞানীদের মতে, বিশ্বজুড়ে মহামারি সৃষ্টিকারী করোনার সঙ্গে ওই ভাইরাসের যথেষ্ট চরিত্রগত পার্থক্য রয়েছে। বিজ্ঞানীরা জানান, তাদের গবেষণালব্ধ বিষয়ের তথ্যগুলো এখনো বিশদভাবে বিশ্লেষণ বা পর্যালোচনা করা হয়নি। বিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাসের গঠন তার সংক্রামকতার নির্ধারক নাও হতে পারে। তাদের বিশ্বাস, করোনার অন্যান্য কিছু পরিবর্তন অবশ্যই ঘটেছে যা মানুষের মধ্যে সংক্রমণের মাত্রা বা ভয়াবহতাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিশ্বে এ পর্যন্ত এক কোটিরও বেশি মানুষকরোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৫ লাখের মতো মানুষ। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ