Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নীল নদের বাঁধ নিয়ে চুক্তিতে সম্মত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০১ এএম

নীল নদের বাঁধের পানি ধরে রাখার জন্য দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে মিসর, ইথিওপিয়া ও সুদান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নদীটির পানি সরবরাহ নিয়ে দশক-পুরনো বিরোধ চুক্তির মাধ্যমে মিটিয়ে ফেলার ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতা করেছে। নীল নদ থেকে মিসরের পানি সরবরাহকে সুরক্ষিত রেখে কীভাবে ইথিওপিয়া তাদের পানিবিদ্যুৎ প্রকল্পটি পরিচালনা করবে, তা নিয়ে কয়েক বছর ধরে এই তিন দেশের মধ্যে আলোচনা চললেও কোনো সুরাহা হচ্ছিল না। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ নামের দুই উপনদী সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়ে নীল নদ নামে প্রবাহিত হয়েছে। সুদান থেকে মিসরের ভিতর দিয়ে নদটি ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। সুদানের সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নীলাভ নীল নদের ওপর ‘দ্য গ্রান্ড ইথিওপিয়ান রেনেসান্স ড্যাম (জিইআরডি)’ তৈরি করা হচ্ছে। এই উপনদীটিই নীলের পানির প্রধান উৎস আর এর উৎপত্তি ইথিওপিয়ায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ