মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার বারাসতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বিজেপি রাজনৈতিক দলটি হল ‘জোকারের দল’। একদমই ‘জোকার’।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তিনি বলেন, “প্রথম লিডার থেকে শেষ লিডার পর্যন্ত দেখবেন। ওঁদের প্রথম লিডারের চালাকি দেখেছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছেন। শেষ লিডার দেখেছেন, তিনি বলছেন, ‘বদলও চাই, বদলাও চাই’। তাহলে বিজেপিকে কী বলবেন, একে জোকারের দল ছাড়া কিছু বলা যায়? বাংলায় বসে বলা যায় যে ‘বদলা নেব’? বাংলার মানুষকে এত বোকা ভাবছেন ওঁরা?” তিনি বলেন, “এই বাংলা বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা মায়ের বাংলা। এই বাংলায় বদলা হয় না। ওরা যত বদলার কথা বলবে তত আমরা উন্নয়ন করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ৯ বছরের সময়কালে ব্যাপক উন্নয়ন করেছেন।” জ্যোতিপ্রিয় বাবু বলেন, “আমাদের দলে শাসন হয়। শাসন করি আমরা। আমাদের কর্মীদের বকি। অন্য রাজনৈতিকদলের ক্ষমতা আছে? অন্য রাজনৈতিক দলের দুর্নীতি বিশেষ করে বিজেপি’র দুর্নীতি কোন পর্যায়ে আছে দেখুন না।” পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।