নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে কাজ করতে শুক্রবার ঢাকায় আসছেন আকিব জাভেদ। পাকিস্তানের এই সাবেক পেসারের শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। ১০ দিনের মতো ঢাকায় থাকবেন তিনি। কাজ করবেন এইচপি বোলারদের সঙ্গে। পরে জাতীয় দলের পেসারদের সঙ্গেও কাজ করার কথা রয়েছে আকিবের।
যদিও পাকিস্তানের এই সাবেক পেসারের বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ারই সম্ভাবনা ছিল। বিসিবির সঙ্গে আকিবের কথাও অনেকদূর গড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি পূর্ণতা পায়নি। টাইগারদের বোলিং কোচ না হলেও বিসিবির প্রস্তাবে এইচপি ক্যাম্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে রাজি হয়েছেন আকিব। খন্ডকালীন এই কাজের জন্যই আজ আসছেন তিনি। আরব আমিরাতের সাবেক কোচ আকিব এখন পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ। গত জুনে আরব আমিরাতের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।