নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বুধবার অসুস্থতার দোহাই দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেননি বেলজিয়ামের কোচ টম সেইন্টফিট। কিন্তু পরের দিন সকালে ঠিকই চলে গেলেন চট্টগ্রামে। গতকাল বিকালে বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বসে উপভোগ করলেন জিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার ম্যাচ। একদিন দিন আগে যে মানুষটি পেটের পীড়ার কারণে হোটেল রুম ছাড়তে পারেন নি, অথচ সেই মানুষটিই ২৪ ঘন্টা পর ঢাকা ছাড়লেন! এতেই ফুটবলবোদ্ধাদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি অসুস্থতার ভনিতা করেছিলেন বেলজিয়ান টম সেইন্টফিট। যদি তাই হয় তাহলে কেন তার এই ভনিতা। কেনই বা তিনি বাফুফের সঙ্গে চুক্তি করতে কালক্ষেপণ করছেন?
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে মামুনুলদের প্রধান কোচের দায়িত্ব নিতে এসে নানা নাটকের জন্ম দিচ্ছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। বাংলাদেশে এসে চুক্তির যাবতীয় কাগজ-পত্র তৈরী থাকলেও বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। চুক্তির কাগজ নিজ দেশের আইনজীবির কাছে পাঠিয়ে সময় নষ্ট করছেন এই বেলজিয়ান। এ সুযোগে ঢাকায় বসেই যোগাযোগ করছেন নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। জানা গেছে, এখান থেকেই নাকি তিনি নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কোচ হওয়ার জন্য সাক্ষাতকারও দিয়েছেন। বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ না হয়েই বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে কাজ শুরু করেছেন। এ ধারাবাহিকতায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফের জন্য জাতীয় দলের ফুটবলার বাছাই করতে চট্টগ্রামে গেছেন। এখানে মাঠে গড়ানো জেবি বিপিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা দেখে ফুটবলার বাছাই করবেন বলে জানান তিনি। চট্টগ্রামে লিগের প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ দেখেছেন সেইন্টফিট। বাফুফে জানায় দ্বিতীয় রাউন্ড শেষে আগামী রোববার ঢাকায় ফিরবেন এই বেলজিয়ান। এরপর দুই সপ্তাহের জন্য দেশে যাবেন তিনি। বেলজিয়ামে তার স্ত্রী সন্তানসম্ভবা, তাই সেখানে তাকে যেতে হচ্ছে বলে বাফুফেকে জানান এই কোচ। বেলজিয়াম থেকে ১৭ আগস্ট সেইন্টফিটের ঢাকায় ফেরার কথা। ওইদিনই নাকি বাফুফের সঙ্গে চুক্তি করবেন বাংলাদেশের এই কোচ। এবং ২১ আগস্ট থেকে শুরু করবেন ভুটান ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প।
ভুটানের বিপক্ষে ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং ১০ অক্টোবর থিম্পুতে অনুষ্ঠিতব্য হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে সেন্টফিট বাংলাদেশের কোচের দায়িত্বে থাকবেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গতকাল তিনি বলেন, ‘আমরা জানি সেইন্টফিট আপাতত আমাদের সঙ্গেই রয়েছেন। অন্তত তিনমাস তিনি আমাদের সঙ্গে তো থাকবেন। সেরকম আভাসই দিয়েছেন কোচ। তবে এখন নয়, ১৭ আগস্ট ঢাকায় ফিরে এসে আমাদের সঙ্গে তিনি চুক্তি করবেন।’ সোহাগ আরো বলেন, ‘তাকে নাইজেরিয়া কোচ হতে ডেকেছে কিনা তা আমরা জানি না। যদি সেরকম কিছু ঘটে থাকে, তা সেইন্টফিটই জানেন। তবে একটি বিষয় তিনি পরিষ্কার করেছেন, সুপার স্পোর্টসে দেয়া তার সাক্ষাতকারটি নাকি আরও পুরনো। যাই হোক, আমরা আশা করবো তিনি আগস্টে ফিরেই আমাদের সঙ্গে চুক্তি করবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।