Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্সসহ ২৭জন করোনা শনাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১১:২৫ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে শনিবার আরো ২৭ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রামেক হাসপাতালের ৩জন চিকিৎসক ও তিনজন সিনিয়র নার্স রয়েছেন। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনিবার (২৭ জুন) রাতে ২৭ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের ল্যাবে মোট ১৭২টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে ২৭ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের সবার বাড়ি রাজশাহী। বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে।
শনাক্তরা হলেন- রামেক হাসপাতালের ডা. মোহন (২৫), ডা. সাকিব (২৪), ডা. সিদ্দিকা (২৫), সিনিয়র স্টাফ নার্স আমিনা (২৭), রেহেনা (৫০), দেলোয়ার (৫৭), রুনা লাইলা (৩০), হাসিবুল (৩৫), সামিমা (৩৭), সুমন (৩৫), ফারাহ (২০), নাসরিন (৬৬), সারোয়ার (৩৬), রোগী সাইদুল (৫৩), নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেরজান (৫৬), ২১ নম্বরের তৌসিফ মো. আমিন ফয়সাল (২৬), হাসিনা আক্তার (৫৪), ২৮ নম্বরের হানিফ (৫৫), রেজিয়া (৫২), শরীফুল (৩৯), পবার আমজাদ (৫৪), বাগমারার গৌরাঙ্গ (২২), সিরাজুল (৪৫), তাহের (২৮), শাহজাহান (২৯), বাঘার ইসতিয়াক (২৯) এবং চারঘাটের ওমর সানি (২৩)।
এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবেও ২৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৮ জন রাজশাহীর বাসিন্দা। দুই ল্যাবে এক দিনে রাজশাহীর ৪৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এর ফলে রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১৯ জনে দাঁড়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ