Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিজের সুস্থতা কামনায় সানরাইজার্স

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দারাবাদেই খেলেছিলেন ইনজুরিকে সঙ্গী করে। তবুও নিজের দলকে আইপিএলে চ্যাম্পিয়ন করিয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল জয় করে আসার পর গেলেন কাউন্টি ক্রিকেটে খেলার জন্য। কাউন্টিতে গিয়ে প্রথম ম্যাচেই ঝড় তুলেছিলেন কাটার মাস্টার। ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। চারদিকে প্রশংসার বন্যা। পরের ম্যাচে যদিও জ্বলে উঠতে পারেননি। এরপর প্রস্তুতি নিচ্ছিলেন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার জন্য। কিন্তু সেই প্রস্তুতি নিতে গিয়েই বাধে যত বিপত্তি। কাঁধে পাওয়া আগের ইনজুরিতেই আবারও চোট পেলেন তিনি। শেষ পর্যন্ত আর কাউন্টিতেই খেলতে পারলেন না মুস্তাফিজ। শুধু তাই নয়, কাঁধে অস্ত্রোপচারও করতে হতে পারে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছে, লন্ডনে রেখেই মোস্তাফিজকে অস্ত্রোপচারটা করিয়ে আনবে। তার ইনজুরির খবরে চিন্তিত হয়ে পড়েছে তার ভক্তরা। সবারই একটা প্রার্থনা, দ্রæত সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক বাংলাদেশের কাটার মাস্টার। এবার তার দ্রæত আরোগ্য কামনা করেছে মোস্তাফিজের আইপিএলের দল সানরাইজার্স হায়দারাবাদও। নিজেদের অফিসিয়ার ফেজবুক পেজের মাধ্যমে সানরাইজার্স হায়াদারাবাদ মুস্তাফিজের দ্রæত সুস্থতা কামনা করে স্ট্যাটাস দিয়েছে। আজ বিকেলে দেয়া এই স্ট্যাটাসে সানরাইজার্স লিখেছে, ‘কাঁধের ইনজুরিতে পড়ে সাইডলাইনে চলে যেতে হয়েছে মুস্তাফিজকে এবং কাউন্টিতে তার দল সাসেক্সের হয়ে বাকি ম্যাচগুলোতে আর অংশ নিতে পারছেন না তিনি। আমরা আশা করছি, খুব দ্রæত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসবেন দ্য ফিজ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিজের সুস্থতা কামনায় সানরাইজার্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ