নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : রিও অলিম্পিকে খেলতে যাওয়ার আগে থাইল্যান্ডে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। সেখানে গতকাল শুরু হওয়া কিংস কাপের উদ্বোধনী রাউন্ডে উজ্জ্বল ছিলেন লাল-সবুজের এই গলফার। টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে লিডারবোর্ডে যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন সিদ্দিকুর। ৭০ পারের এ প্রতিযোগিতায় নির্ধারিত শটের চেয়ে দুই শট খেলে ৬৮ স্ট্রোকে প্রথম রাউন্ড শেষ করেন তিনি।
থাইল্যান্ডের পাতায়ার ফনিক্স গোল্ড অ্যান্ড কান্ট্রি ক্লাবে কাল প্রথমবারের মতো এশিয়ান ট্যুর ও ইউরোপীয়ান ট্যুরের যৌথ উদ্যোগে আয়োজিত সাড়ে সাত লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ১৫৬ জন প্রতিযোগি খেলছেন। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গলফারদের ভিড়ে প্রথমদিনটি মন্দ কাটাননি বাংলাদেশের সিদ্দিকুর রহমান। দিনের নির্ধারিত ১৮ হোলের ফ্রন্ট নাইনের খেলায় তিনটি বার্ডির (১, ৪, ৬ হোল) বিপরীতে একটিতে বগি (নবম হোল) করেন। আর ব্যাক নাইনে সবকটি হোলেই নির্ধারিত শটে খেলে আসরে ভাল করার আশা জাগিয়েছেন তিনি। আন্ডার পার টু স্কোর করে ১৩ জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থান ভাগাভাগি করছেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম (৬৩ স্ট্রোক) নিয়ে লিডারবোর্ডে শীর্ষে রয়েছে স্বাগতিক থাই গলফার সত্যায়া সুপুপ্রামাই। এছাড়া পারের চেয়ে ৫ শট করে কম নিয়ে (৬৫ স্ট্রোক) যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালির ফ্রান্সেসকো লাপোর্তা, ভারতের গগনজিৎ ভুল্লার ও যুক্তরাষ্ট্রের টম জনসন। আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে কাট এড়ানোর লড়াইয়ে নামবেন এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জয়ী বাংলাদেশী গলফার সিদ্দিকুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।