নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রায় দুই বছর পর টেস্টে ফিরেছে জিম্বাবুয়ের ক্রিকেট। কিন্তু এমন ফেরা নিশ্চয় চাননি তারা। এক নেইল ওয়াগনারের তোপই সামলাতে পারেনি গ্রেমি ক্রেমারের দল। নিউ জিল্যান্ড পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৬৮ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। জবাবে কোন উইকেট না হারিয়ে ৩২ রান করে প্রথম দিন শেষ করেছে সফরকারী নিউ জিল্যান্ড। জিম্বাবুয়ের এই রানও আপনার কাছে অনেক ঠেকবে যখনই জানবেন মাত্র ৭২ রানেই ৮ উইকেট হারিয়েছিল তারা। বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে একের পর এব বাজে শট খেলে সফরকারী বেলারদের উইকেট বিলিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। ৭৭. ৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ রান সংগ্রহকারী অভিষিক্ত প্রিন্স মাসভাউরে (৪২)। ৪১ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রায় একাই গুঁড়িয়ে দেন ওয়াগনাগার। টেস্টে এটাই তার সেরা বোলিং, আগের সেরা ছিল ৬/১০৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।