Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার

কুমিল্লা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৮:২০ পিএম

কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। জেলায় এখন সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৪ জন। শনিবার (২৭ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ জন।
এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে ৮১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৭২ জন। নতুন সুস্থদের মধ্যে কুমিল্লা নগরীর ৪১ জন, তিতাসের ২০ জন, দেবিদ্বারের ১২ জন ও মনোহরগঞ্জের ৮ জন রয়েছেন। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে আজ জেলার লাকসামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার সন্ধ্যা ৬টায় জেলা সিভিল সার্জন দৈনিক ইনকিলাবকে ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ১৮ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ১৪৯ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ৩ হাজার ৭৪ জনের। শনিবার নতুন আক্রান্তদের মধ্যে জেলার দেবিদ্বারে ১৪ জন, মনোহরগঞ্জে ৬ জন, হোমনায় ২১ জন, দাউদকান্দির ১২ জন, চান্দিনার ৯ জন, তিতাসের ৮ জন, লাকসামের ৪ জন ও চৌদ্দগ্রামের ৬ জন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ