Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাকেই নৃশংসভাবে খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১২:০১ এএম

চাকরি নেই, বেকার! রাগে তাই দুচারটে কথা শুনিয়েছিলেন মা। রাগে তাই মাকেই নৃশংসভাবে খুন করলো ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পরে হত্যাকারী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, পরিকল্পনা করেই মাকে হত্যা করে ছেলে। গোয়ালিয়রের মেওয়াতি এলাকার বাসিন্দা রেনুকে বুধবার রাতে নৃশংসভাবে ঘুমন্ত অবস্থায় খুন করা হয়। প্রথমে তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশি জিজ্ঞাসাবাদের সামনে ভেঙে পড়েন জীতেন্দ্র এবং নিজের দোষ স্বীকার করেনী রেনু দেবীর ছেলে জানান, তিনি বেকার ছিলেন তাই মাঝেমধ্যেই তার মা চাকরি করার কথা বলতেন। বেকার বলে মাঝেমধ্যেই কথা শোনাতেন। বুধবার রাতেও এরকম কথা বলায় জীতেন্দ্র হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সেখানেই মৃত্যু হয় রেনু দেবীর। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৃশংস-খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ