বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও নতুন করে ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৯৫২জনে। নতুন ৩৬জনের মধ্যে জিনজিরা ইউনিয়নে ৭জন, কালিন্দী ইউনিয়নে ৩জন, আগানগর ইউনিয়নে ২জন, কলাতিয়া ইউনিয়নে ২জন, শাক্তা ইউনিয়নে ৭জন,শুভাঢ্যা ইউনিয়নে ৭জন, কোন্ডা ইউনিয়নে ৩জন, রোহিতপুর ইউনিয়নে ২জন, তেঘরিয়া ইউনিয়নে ১জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভারসহ ২জন রয়েছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে কেরানীগঞ্জে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতে সাধারন মানুষ চরম আতংকের মধ্যে রয়েছে। করোনায় আক্রান্তের দিক দিয়ে উপজেলা পর্যায়ে কেরানীগঞ্জ এখনো দেশের শীর্ষে অবস্থান করছে। এছাড়া শুধু কেরানীগঞ্জে করোনা আক্রান্তের বর্তমান যে সংখ্যা রয়েছে তা দেশের কোন কোন জেলা পর্যায়েও এত আক্রান্তের সংখ্যা নাই। অপরদিকে কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী, কোন্ডা, তেঘরিয়া, শাক্তা ও রোহিতপুর এই ৭টি ইউনিয়নকে রেডজোনের আওতায় আনা হলেও তা বাস্তবায়নের কোন পদক্ষেপ এখনো প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি। প্রশাসনের শীথিলতার কারনে সব জায়গায় মানুষ আর আগের মত স্বাস্থ্য বিধি মেনেও চলছে না। এ অবস্থা চলতে থাকলে কেরানীগঞ্জবাসী করোনা মহামারীর কবলে পড়তে খুব বেশি সময় লাগবে না। নাম প্রকাশে একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, রেডজোনের আওতায় ইউনিয়ন গুলোতে যেন প্রশাসন খুব দ্রুত লকডাউনসহ অন্যান্য কড়াকড়ি ব্যবস্থা গ্রহন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।