Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকায় অভিযান, নকল সুরক্ষা সামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ২:৪৩ পিএম

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাবসহ নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র‌্যাব। এ সময় নকল সুরক্ষা সামগ্রী জব্দ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মান না থাকায় এসব নকল স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি জানান, অভিযান চলছে, এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নকল সুরক্ষা সামগ্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ