Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের ‘ধূপ কিনারে’ যাচ্ছে সউদী চ্যানেলে

ডন অনলাইন | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১২:০০ এএম

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক শাজিয়া সিকান্দার জানিয়েছেন, এই প্রথম পাকিস্তান টেলিভিশন সউদী আরবের দর্শকদের জন্য স্থানীয় টেলিভিশন বিষয়বস্তু ডাবিং করবে।
সিকান্দার গত বৃহস্পতিবার আরব নিউজকে বলেন, ‘তথ্য মন্ত্রণালয় আমাদের বিদেশের অফিসের মাধ্যমে এটি সউদী আরবে প্রেরণ করবে। ‘সউদী আরবের বিভিন্ন মিডিয়া হাউসের সাথেও যোগাযোগ করছি, যদি তারা নাটক বিনিময় করতে বা আমাদের ডাবের বিষয়বস্ত কিনতে আগ্রহী হয়’।
তিনি বলেন, এটি কেবল স্থানীয় উৎপাদনের দিকে আন্তর্জাতিক স্বীকৃতি আনবে না, বরং সউদী নাগরিকদের পাকিস্তানি সংস্কৃতি আরও ভালভাবে বুঝতে সহায়তা করবে। প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গত বছর সউদী রাজধানী সফরের পরে সেখানে তিনি টেলিভিশন সিরিজ শিগগিরই রফতানি করার ইসলামাবাদের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
সউদী তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালেহ আল-আওয়াদ ‘অত্যন্ত দয়াপরবশ এবং দুই ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ককে আরও প্রশস্ত করার আমার উদ্যোগকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন’,- উল্লেখ করে চৌধুরী বলেন যে, তিনি প্রাথমিকভাবে এই জাতীয় সাংস্কৃতিক বিনিময়ের জন্য ধারণাটি প্রস্তাব করেছিলেন।
সিকান্দার আরও জানান, তাদের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের জন্য সদ্য প্রস্তুত প্রগ্রামটি খুব শিগগিরই সম্ভবত সউদী আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে দেয়া হবে’।
তানহাইয়াঁ ও আহাট-এর পাশাপাশি তিন বছর আগে এই পরিকল্পনাটি শুরু হয়েছিল, তবে বাকি অর্থের অভাবে তা শেষ করা যায়নি।



 

Show all comments
  • মিরাজ আলী ২৭ জুন, ২০২০, ১:৪৪ এএম says : 0
    সৌদি আরব রক্ষণশীল সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আসতে কোন পর্যায়ে গিয়ে থামবে আল্লাহেই ভালো জানেন।
    Total Reply(0) Reply
  • কাজল খান ২৭ জুন, ২০২০, ১:৪৫ এএম says : 0
    মুসলিম দেশের মধ্যে সংস্কৃতি বিনিময় প্রয়োজন আছে। এতে দুদেশের মানুষদের একে অপরকে বুঝতে সহজ হবে।
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ২৭ জুন, ২০২০, ১:৪৫ এএম says : 0
    ভালো খবর। তরুস্কের সিরিয়াল পাকিস্তান কাপাচ্ছে এবার পাকিস্তানের সিরিয়াল সৌদি কাপাবে।
    Total Reply(0) Reply
  • জিন্নাতারা ২৭ জুন, ২০২০, ১:৪৬ এএম says : 0
    সুষ্ঠু ধারার বিনোদন বিনিময় করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ