গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ৫ দশমিক ৪ শতাংশ লোক হেপাটাইটিস বি এবং শূন্য দশমিক ৮ শতাংশ লোক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। দেশে প্রতি বছর প্রায় ৫ লাখ লোক এ রোগে মৃত্যুবরণ করে। লিভারজনিত এই রোগের চিকিৎসা ব্যয় প্রচুর। দেশব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেসক্লাবে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৬ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানায় অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও ফোরাম ফর দি স্টাডি অব দি লিভার-এর চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব। হেপাটাইটিস বি ভাইরাসের গবেষণায় দেশের লিভার বিশেষজ্ঞদের অবদানের প্রশংসা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, ভাইরাল হেপাটাইটিস নির্মুলের লক্ষ্য অর্জনে বিএসএমএমইউ অগ্রণী ভূমিকা পালন করে যাবে। এক্ষেত্রে দেশের লিভার বিশেষজ্ঞদের অবদান অপরিসীম। অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর সেলিমুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত অ্যামিরিটাস প্রফেসর ড. একে আবদুল মোমেন। স্বাস্থ্য অধিদফতরের ডিজিজ কন্ট্রোল ইউনিটের পরিচালক প্রফেসর একেএম শামসুজ্জামান, ভারতের যশোদা ইনস্টিটিউট অব লিভার ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্ড হেপাটোবিলিয়ারি ডিজিজেজ-এর লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগের প্রধান ডা. পি. বালাচন্দন মেনন প্রমুখ।
ইউনাইটেড হসপিটাল
‘হেপাটাইটিস নির্মূলে সচেতনতা বাড়ানো’ সেøাগানে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করেছে ইউনাইটেড হসপিটাল লি.। দিবসটির জনসচেতনতায় ইউনাইটেড হসপিটালে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, হেপাটাইটিসের চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে, তবে তা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের মত মধ্যম আয়ের দেশের সকল শ্রেণীর লোকই হেপাটাইটিসের ঝুঁকিতে রয়েছে। এ জন্য প্রচুর জনসচেতনতা প্রয়োজন। সেমিনারে বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ইণ্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টেরোলজি এন্ড হেপাটোলজি ভাগের কনসালট্যান্ট ডা. মাহবুব আলম এবং ডা. ফাওয়াজ হোসেন শুভ।
ইউএসটিএস ফার্মেসী ক্লাব
‘হেপাটাইটিএস-এ ভাইরাস বিলুপ্তির সুপরিকল্পণা’ শীর্ষক সেøাগানে গতকাল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সস (ইউএসটিএস)-এর ফার্মেসী বিভাগের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস-এ দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার সাকেরা সুলতানার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউএসটিএস’র ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএসটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এসআর হিলালী, রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর মুহাম্মদ ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএসটিএস ফার্মেসী বিভাগের প্রধান মো. মোফাজ্জেল হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মেহেদী হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।