Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০২৩ নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১২:০০ এএম

আগামী নারী ফুটবল বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এবারই প্রথম এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হতে যাচ্ছে নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা। এক বিবৃতিতে গতপরশু বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৩ সালের জুলাই-অগাস্টে হবে শিরোপার লড়াই।
ভিডিও কনফারেন্সে ফিফা কাউন্সিল সদস্যদের ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী কলম্বিয়াকে ২২-১৩ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড। এই প্রথম দুই কনফেডারেশনের যৌথ আয়োজনে হতে যাচ্ছে নারী বিশ্বকাপ। এ মাসের শুরুর দিকে আয়োজক হওয়ার লড়াইয়ে থেকে নিজেদের সরিয়ে নেয় ব্রাজিল ও জাপান। লড়াইয়ে থাকে কলম্বিয়া ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।
এবারই প্রথম ৩২ দলের অংশগ্রহণে হবে বিশ্বকাপ। গত দুটি আসরে ছিল ২৪ দল। ফ্রান্সে হওয়া ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জেতে যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী-বিশ্বকাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ