মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপ‚র্ণ বলে মনে করছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েনস স্টল্টেনব্যার্গ। সম্প্রতি জার্মানি থেকে একবারে ৯ হাজারের বেশি মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এটি কার্যকর হলে জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমে ২৫ হাজারে নেমে আসবে। এমন প্রেক্ষিতেই ওই মন্তব্য করেন স্টল্টেনব্যার্গ। খবর ডয়েচে ভেলে। খবরে বলা হয়, স্টল্টেনব্যার্গ জার্মানিকেও আরো ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন। এর আগে ন্যাটো জার্মানিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর শর্ত দিয়েছিল। তবে জার্মানি তাতে রাজি না হওয়ায় সেখান থেকে প্রায় সাড়ে নয় হাজার সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেন। তার অভিযোগ, জার্মানি ন্যাটোতে কর্তব্যবিমুখের মত আচরণ করছে। তবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প-কারেনবাউয়ার ও পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন। ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব বলেন, ন্যাটো সদস্যদের মধ্যে সবসময় মতপার্থক্য ছিল। কিন্তু তা সত্বেও ন্যাটোকে ইতিহাসের সবচেয়ে সফল জোট মনে করেন তিনি। ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।