মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আবারো শীতল যুদ্ধের আশঙ্কায় ইউরোপে সামরিক ব্যয় চারগুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। এ প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রাশিয়াকে নিয়ে বেশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে রাশিয়া সীমান্তের দেশগুলো রুশ আক্রমণের ভয়ে আতঙ্কিত সময় অতিবাহিত করছে। এসব দেশের নিরাপত্তা রক্ষার্থে ইউরোপে যুক্তরাষ্ট্রের মোট সামরিক ব্যয় ৭৮৯ মিলিয়ন ডলার থেকে ৪ গুণ বৃদ্ধি করে ২০১৭ সালের বাজেট পরিকল্পনায় ৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করে কার্টার বলেন, রাশিয়াকে নিবৃত্ত করতে আমরা একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ পরিকল্পনা গ্রহণ করছি। বিগত ২৫ বছর যাবৎ রাশিয়াকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়নি। কার্টার আরো বলেন, সিরিয়া ও ইরাকে আইএসের সাথে যুদ্ধে ৭.৫ বিলিয়ন ডলার সামরিক ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনের ফলে প্রায় এক দশক আগে ইউরোপ থেকে সরিয়ে নেয়া মার্কিন সেনাদলকে আবারো ফিরিয়ে আনবে যুক্তরাষ্ট্র। পোল্যান্ডসহ ন্যাটোভুক্ত কিছু বাল্টিক রাষ্ট্রও ক্রেমলিনের আক্রমণের শিকার হওয়ার আতঙ্কে ভুগছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার দৌরাত্ম্য কমানোর জন্য ইউরোপের এসব দেশে ট্যাঙ্ক, কামান, সামরিক যান ও যুদ্ধাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে নিয়ে ন্যাটোকে সতর্ক করে বলেছেন, রাশিয়ার আক্রমণাত্মক কার্যক্রম ইউরোপের শান্তি ও স্থিতাবস্থা নষ্ট করছে। ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরো বেশি কিছু করতে হবে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউরোপের নিরাপত্তা রক্ষার্থে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।