বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুরে নতুন করে আরো চারজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই করোন পজিটিভ ফলাফল নীলফামারী সিভিল সার্জনের দপ্তরে আসে। এ নিয়ে সৈয়দপুর উপজেলায় করোনা পজিটিভ সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৬-এ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ১৮ জুন মোট ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে সে সব সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য নীলফামারী সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার এ সব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে চার জনের পজিটিভ ফলাফল আসে। করোনা সংক্রমণ শনাক্ত চার ব্যক্তির মধ্যে তিন জন সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের এবং একজন সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে করোনা সংক্রমণ ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার রাতেই সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নেতৃত্বে করোনা মনাক্ত ব্যক্তিদের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার এ সব তথ্য নিশ্চিত করেন আজ শুক্রবার ।
নীলফামারী সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত ৪৬২ জনের নতুন সংগ্রহ করা হয়েছে। তন্মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল এসেছে ৪১২ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ এসেছে ৪৬ জনের। করোনা সংক্রমণ শনাক্তের মধ্যে ৮ জন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে এবং চারজন হোম আইসোলেশনে রয়েছেন। অন্যত্র রেফার্ড করা হয়েছে দুইজনকে এবং একজন মৃত্যু বরণ করেছেন। এছাড়াও ৩১জন সুস্থ হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।