Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাউজানে করোনা উপসর্গ নিয়ে আ’লীগ ও বিএনপি নেতার মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৪:১৮ পিএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তফসির আহমেদ বাবুল (৬৩) মারা গেছেন।
আজ শুক্রবার (২৬ জুন) ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে স্থানীয় নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান বলেন ‘অসুস্থবোধ করলে গত সোমবার বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় শুক্রবার ভোর ৫টায় হাসপাতালে তিনি মারা যান। তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন ও স্ত্রী-মেয়েদের ১৪দিন কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে তার আগে থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক ছিল।’
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম বাবুল দক্ষিণ নোয়াপাড়া গ্রামের নুরুল হক চেয়ারম্যান বাড়ির মরহুম আবু ছৈয়দের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি নোয়াপাড়া ছামিদুর খোয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। বাবুল রাজনৈতিক জীবনে একজন পরিচ্ছন্ন, নির্লোভ, ত্যাগী, সদলাপী ও ভালো মানুষ ছিলেন বলে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন।
এদিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাবেক মেম্বার বিএনপি নেতা সন্তোষ ধর করোনার উপসর্গ নিয়ে ২৫ জুন বৃহস্পতিবার বিকালে মারা যায়। সন্তোষ ধরের মরদেহ সৎকার করেন ফারাজ করিম চৌধুরীর গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের ত্বত্ববধানে রাউজানের ডাবুয়া ধর বাড়ীতে উপস্থিত হয়ে সন্তোষ ধরের মরদেহ তাদের পারিবারিক শ্বশানে সৎকার করা হয়। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত সন্তোষ ধরের ভগ্নিপতি রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ডাবুয়া ইউপি মেম্বার মিটু শীল, মেম্বার শম্ভু মজুমদার, মেম্বার শীতল শীল, শিক্ষক চন্দন মল্লিক, সুজন চক্রবর্তী, তীর্থ ধর, শ্যামল তালকদার, ডাললি শীল, ঠিংকু বিশ্বাস, রতন , রানা, বিশ্বজিৎ।
প্রসঙ্গত, ফারাজ করিম চৌধুরীর গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোনায় আক্রান্ত ও উপসর্গে মারা যাওয়া ১৮ নারী ও পুরুষের লাশ স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করেছে।
উল্লেখ্য, রাউজান উপজেলায় আজ ২৬ জুন শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে করেনা আক্রান্তের সংখ্যা ১৯৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ