Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভেনেজুয়েলার চিড়িয়াখানায় খাদ্যাভাবে ৫০ পশুর মৃত্যু

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার এক চিড়িয়াখানায় গত ৬ মাসে প্রায় ৫০টি পশু মারা গেছে। পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ার কারণেই এসব পশু মারা যায়। গত বুধবার এ খবরটি জানিয়েছেন স্টেট পার্ক চিড়িয়াখানার ইউনিয়ন নেতা মার্লিন সিফোন্তিস। তিনি আরো জানান, ওই পশুগুলো দু’সপ্তাহ ধরে অনাহারে থাকার ফলে মারা গেছে। গোশতের অভাবে ওই চিড়িয়াখানার বাঘ ও সিংহের মতো পশুরা আম ও কুমড়া খেয়ে দিন কাটাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তবে ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারা খাবারের অভাবে পশু মৃত্যুর এই সংবাদ নাকচ করে দিয়েছেন। যদিও দেশের অন্যান্য শহরের চিড়িয়াখানাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে। ফলে চিড়িয়াখানাগুলোর কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ীদের কাছে পশুদের জন্য ফলমূল, শাক-সবজি ও গোশত দান করার আবেদন জানিয়েছেন। ভেনেজুয়েলার এই খাঁচায় বন্দী প্রাণীগুলো এখন দেশটির সার্বিক অবস্থাকে তুল ধরছে এমন মন্তব্য করে সিফোন্তেস বলেন, প্রাণীগুলোর মতোই অবস্থা এখন ভেনেজুয়েলার। উল্লেখ্য, অর্থনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ খাদ্যসহ বেকারত্বের সমস্যা দেখা দিয়েছে ভেনেজুয়েলায়। দেশটিতে বর্তমানে শিশু খাদ্যের ঘাটতি চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলার মাদুরো অর্থনৈতিক সংকটের জন্য দেশের বিরোধী দল ও তাদের সঙ্গে থাকা ব্যবসায়ীদের দায়ী করছেন। তিনি এ ঘটনাকে অর্থনৈতিক যুদ্ধ হিসেবেও আখ্যায়িত করেছেন। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলার চিড়িয়াখানায় খাদ্যাভাবে ৫০ পশুর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ