Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলার জন্য ধর্ম দায়ী নয় : পোপ

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পোপ ফ্রান্সিস পোলান্ডে ৫ দিনের সফর শুরু করেছেন। সফরের সময় তিনি অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরোক্ষভাবে সমালোচনাও করেন। তিনি ক্ষুধার্তদেরকে স্বাগত জানানোর আহ্বান জানান। বিশ্ব যুব দিবস উদযাপনে অংশ নিতে পোপ ফ্রান্সিস পোলান্ড সফর করছেন। কিন্তু তার এ সফরের শুরুতেই ফ্রান্সের সন্দেহভাজন ইসলামপন্থী দ্বারা একজন বৃদ্ধ পুরোহিত হত্যায় সফরকে ম্লান করে দেয় বলে বলেন তিনি। পোপকে অভ্যর্থনা জানাতে আসা সহ¯্রাধিক যুবককে তিনি ভয় না পাওয়ার জন্য অভয় দেন। তিনি বলেন, তোমরা ভয় পেওনা ‘ঈশ্বর মহান’ তিনি ¯্রষ্ঠে এবং অবশ্যই ভালো কিছু আমাদের মধ্যে আছে। তিনি বলেন, বিশ্বে যুদ্ধ ছিল, যুদ্ধ এখনো চলছে। কিন্তু এর জন্য কোনো ধর্মকে দায়ী করা ঠিক নয়। যা আমরা দেখতে পেয়েছি। তিনি বলেন, বিশ্বে যুদ্ধে একটা রাষ্ট্র টুকরা হতে পারে যা আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি। এখন আমরা সঙ্কটময় সময়ের মধ্যে আছি। বিশ্বে শান্তি হারিয়েছে। তার এ সফরকালে পোপ সাবেক নাৎশি মৃত্যু শিবির পরিদর্শন করবেন এবং পোল্যান্ডের প্রার্থনা করবেন। ইউরো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী হামলার জন্য ধর্ম দায়ী নয় : পোপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ