Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বর্ণবাদের অভিযোগ : যুক্তরাজ্যে অবৈধদের বাসা ভাড়া নয়

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে বসবাস ঠেকাতে কঠোর নিয়ম চালু করেছে দেশটির সরকার। রাইট টু রেন্ট নামের এই নিয়মে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের পাসপোর্ট ও যুক্তরাজ্যে থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম মানতে ব্যর্থ হলে বাড়ির মালিক বা তত্ত্বাবধানকারী এজেন্টকে প্রতিটি অবৈধ অভিবাসীর জন্য তিনি হাজার পাউন্ড করে জরিমানা গুনতে হবে। গত সোমবার থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো সরকারের এমন উদ্যোগের সমালোচনা করে বলেছে, এই নিয়মের কারণে বৈধভাবে বিভিন্ন মেয়াদের ভিসা নিয়ে যারা যুক্তরাজ্যে আছেন তারা বৈষম্যের শিকার হবেন। কেননা, আইনি ঝামেলা এড়াতে বাড়ির মালিক বা আবাসন এজেন্টরা স্থায়ী বাসিন্দা কিংবা শ্বেতাঙ্গ মানুষদের কাছেই বাসাভাড়া দিতে চাইবে। বাড়ির মালিকদের সংগঠন রেসিডেনসিয়াল ল্যান্ড লর্ড অ্যাসোসিয়েশন’ও এই নিয়মের সমালোচনা করে বলে, সরকার সীমান্ত রক্ষার দায়িত্ব বাড়ির মালিকদের ওপর চাপিয়েছে। অভিবাসন কর্মকর্তারা যেখানে ভুয়া পাসপোর্ট কিংবা ভিসা শনাক্ত করতে হিমশিম খায়, সেখানে বাড়ির মালিকেরা কীভাবে বৈধ-অবৈধ নির্ধারণ করবে। বিবিসি,রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ণবাদের অভিযোগ : যুক্তরাজ্যে অবৈধদের বাসা ভাড়া নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ