মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনভাইরাসের মহামারির মধ্যে ভারতের বিহার ও উত্তরপ্রদেশে দুইদিনে বজ্রপাতের আঘাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
বিবিসি জানায়, ভারতের রাজ্য দুইটিতে ভারী বর্ষণের ফলে বজ্রপাতে মোট ১০৭ জনের মৃত্যু ঘটে।
বিহার রাজ্যের ২৩ জেলায় মারা গেছেন ৮৩ জন।। সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জ জেলায়।
তুমুল বর্ষণের মুখে বিহার ছাড়া উত্তরপ্রদেশেও বজ্র্যপাতে প্রাণহানির ঘটনা ঘটে। সেখানে মারা গেছেন ২৪ জন।
রাজ্যটির দেওরিয়া জেলায় সব থেকে বেশি মোট ৯ জনের মৃত্যুর খবর দিয়েছেন সেখানকার বিবিসি সংবাদদাতা।
বর্ষা মৌসুমে দেশটিতে বজ্রপাতে এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। প্রাণহানি হওয়া ছাড়াও গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে বজ্রপাতে।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে করে দিয়েছে যে, আবহাওয়া আরও খারাপের দিকে পারে, এই পরিস্থিতিতে বজ্রপাত থেকে বাঁচতে যাতে তারা ঘরের ভেতরে অবস্থান করে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনে রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহত প্রত্যেকের পরিবারের জন্য ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।