Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী দূর্গাপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৭ পিএম

রাজশাহী দুর্গাপুরের শ্যামপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে জালেক আলী (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জালেক শ্যামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। দুর্গাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাশমত আলী জানান, নিহত জালেক পেশায় একজন জেলে। তিনি বৃহস্পতিবার দুপুরে ১১জন জেলেসহ শ্যামপুর লুতফর রহমানের পুকুরে মাছ ধরতে যান। এমত অবস্থায় হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির একপর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে।

এসময় বজ্রপাতে জেলে জালেক ঘটনাস্থলে দগ্ধ হয়ে পুকুর পাড়ে পড়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত আবেদীন তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ