Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নেগেটিভ হলেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০০ এএম

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। গত বুধবার প্রথম ফলোআপ টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল আইডিসিআর থেকে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতির একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার জানান, করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসায় এমপি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। গত ১৫ জুন আব্দুস শহীদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সতর্কতার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শে ১৮ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ