পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা আক্রান্ত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। গতকাল শনিবার তার পরিবারের একজন সদস্য এ তথ্য জানিয়ে বলেন, আরও একটি পরীক্ষায় নেগেটিভ আসলে তিনি পুরোপুরি করোনামুক্ত হবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার অবস্থা ভালোর দিকে। তিনি ঢাকার আনোয়ার খান হাসপাতালে আছেন। গত ১০ জুন তার স্ত্রীসহ পরিবারের ১৪ জন করোনা আক্রান্ত হন। পরদিন তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় চলে যান। পরিবারের অন্য সদস্যরা বাসায় আছেন।
এদিকে, করোনামুক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তার দুদফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। গত ২৪ মে উপসর্গ দেখা দিলে তিনি আইসোলেশনে যান। পরে তার করোনা শনাক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।