মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হ্যামলিনের মধুর বাঁশির সুরের কাহিনি সবারই জানা। কীভাবে সে বাঁশি বাজিয়ে ইঁদুরদের তার পেছন পেছন নিয়ে গিয়েছিল। নতুন শতকে ফের দেখা মিলল সেই ‘হ্যামলিনে’র। তবে এবার ইঁদুর নয়, মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করল হাতির দল! যে দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ফেসবুকে শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি শিশ দিতে দিতে মাঠ থেকে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছেন।
আর সেই শব্দ অনুসরণ করে হেঁটে চলেছে হাতির দল। তাও আবার লাইন করে শৃঙ্খলাবদ্ধভাবে। পাঁচ-দশটি নয়, একসঙ্গে ৩৮টি হাতিকে এভাবেই সামলালেন ওই ব্যক্তি। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সেই জন্য ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভিডিওর লেখা থেকে বোঝা যায়, ওই ব্যক্তির নাম বেঞ্জামিন। তিনিই ওই ৩৮টি অনাথ হাতির মাহুথ। হাতিদের এভাবেই শৃঙ্খলা শিখিয়েছেন তিনি। আর মজার বিষয় হল, আলাদা-আলাদা করে কোনও হাতিতে সামলানোর প্রয়োজন হয় না। শিশ দিয়েই যেন হস্তিক‚লকে বশীভ‚ত করেন বেঞ্জামিন। আর এই বিষয়টিই যেন তাকে ওই এলাকার হাতিদের রাজায় পরিণত করেছে।
অনাথ হাতিগুলিকে একেবারে ছোট অবস্থা থেকেই বড় করে তুলছেন বেঞ্জামিন। তাদের খাওয়া-দাওয়া, লড়াই করে বাঁচতে শেখা, সবই শেখাচ্ছেন একাহাতে। মানুষ ও বন্যপ্রাণীর এই ভালবাসা ও সহাবস্থানের প্রশংসা করছেন নেটিজেনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।