Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দখলদারিত্বের প্রতিবাদে...

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দখলদারিত্বের প্রতিবাদে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিয়ে একটা রীতিতে পরিণত হয়েছে। তাই বিয়ের পর তারা আল-আকসার সামনে দাঁড়িয়ে ছবি তোলে। রামি মাজদি কাজ্জাজ নামের ২৫ বছর বয়সী জেরুজালেমের আল কুদস বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সী ছাত্রী আমিরা আযম গাইথকে বিয়ে করে আল-আকসা মসজিদের সামনে দাঁড়িয়ে যে ছবি উঠান তা ফেসবুকে শেয়ার করেন। এই তরুণ দম্পতির ভাষ্য, এই ছবি দেখে যেন অন্যান্য ফিলিস্তিনিরাও আল-আকসা চত্বরে বিয়ে করতে উৎসাহিত হয় তাই ছবিটি শেয়ার করা হয়েছে। তালা শেরহান নামে ২৬ বছর বয়সি এক ফিলিস্তিনি নববিবাহিত তরুণী তার প্রতিক্রিয়া ব্যক্ত বলেন, আল-আকসা মত একটি পবিত্র স্থানে আমাদের বিয়ের অনুষ্ঠান করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা অনুভব করলাম ঔপনিবেশিকরা যে মসজিদ প্রাঙ্গণের মধ্যে আমাদের অধিকার লঙ্ঘন করছে এবং আক্রমণ করছে এর একটি জবাবের জন্যই আমাদের এইটি করা উচিত। শেরহানের স্বামী বাসিম জিদানি (২৯), যিনি বাবুর্চির কাজ করেন। তিনি বলেন, রাজনৈতিক গ্রুপ তাদের ছেলেমেয়েদের বিয়ে অনুষ্ঠানগুলো সুন্দরভাবেই সফল করে থাকে। কারণ ফিলিস্তিনি জনগণ এই সুপ্রাচীন মসজিদকে অনেক ভালবাসে। জেরুজালেমের আল-আকসা মসজিদ মুসলিমদের মতো ইহুদিদের নিকটও ‘পবিত্র তীর্থভূমি’ বলে বিবেচিত। ওয়ার্ল্ড বুলেটিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখলদারিত্বের প্রতিবাদে...
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ