Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্সিজেন সামগ্রীর ঘাটতি বিশ্বজুড়েই রয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৮:১৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি সপ্তাহে ১০ লাখ করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, মহামারীর এই পর্যায়ে কোভিড-১৯ রোগীদের জরুরি অক্সিজেন সেবা দিতে গিয়ে বিশ্বজুড়ে হাসপাতালগুলো অক্সিজেন সামগ্রীর (অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, ভেন্টিলেটর) সংকটে ভুগছে। -দ্য গার্ডিয়ান

ডব্লিওএইচও’র মহাপরিচালক ট্রেডোস অ্যাডহানোম গেব্রেসিয়ুস বলেছেন, অক্সিজেন সামগ্রীর চাহিদা বর্তমান সরবরাহ ও মজুদের চাইতে অনেক বেশি হওয়ায় অনেক দেশই অক্সিজেন সামগ্রীগুলো পেতে অসুবিধায় পড়েছে।

ইতোমধ্যে ডব্লিওএইচও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে ১৪ হাজার অক্সিজেন সামগ্রী সংগ্রহ করে সেগুলো আসছে সপ্তাহে ১২০টি দেশে পাঠানোর পরিকল্পনা করেছে। বাকি ১০০ মিলিয়ন ডলারের মূল্যমানের ১ লাখ ৭০ হাজার অক্সিজেন সামগ্রী আগামী ৬ মাসের মধ্যে হাতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে তারা ।

ওয়ার্ল্ড মিটার অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৯৫ লাখ ৫২ হাজার ৬৫৬ জন। প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৪৩৭ জন। করোনায় ক্ষতিগ্রস্তে শীর্ষ পাঁচ দেশ যুক্তরাষ্ট্র , ব্রাজিল , রাশিয়া , ভারত ও যুক্তরাজ্য। বাংলাদেশের অবস্থান ১৭তম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ