Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে নতুন ৫০জনের নমুনা সংগ্রহ, আক্রান্ত-২০, উপসর্গে ৩জনের মৃত্যু!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৩:৩৩ পিএম

নাটোরের লালপুরে নতুন আরো ৫০ জনের নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ। এনিয়ে উপজেলায় মোট ৫৪৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুুন) দুপুুরে নতুন এই ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ‘লালপুর উপজেলায় নতুন ৫০জনসহ এ পর্যন্ত মোট ৫৪৯জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৯১জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে মোট আমাদের সংগ্রহকৃত নমুনার মধ্যে ১৭জন ও অণ্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা লালপুরের আরো ৩জন সহ মোট ২০জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৫০জন সহ মোট ৫৮ জনের রিপোর্ট এখনো পেন্ডিং রয়েছে। আর করোনা উপসর্গে ৩জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে একজনরে রিপোর্ট নেগেটিভ এসেছে।’ তিনি আরো জানান, ‘স্বাস্থ্য বিধি না মানার জন্য লালপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ