Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধে এত ভালোবাসা পেয়েছিলাম, আর এখন পাচ্ছি: ডা. জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ২:৫৪ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি অসুস্থ হওয়ার পর আপনারা যে এতজনে দোয়া করেছেন, তা অকল্পনীয়। মানুষ এত ভালোবাসতে পারে। একাত্তরের মুক্তিযুদ্ধে এত ভালোবাসা পেয়েছিলাম, আর এখন পাচ্ছি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় ডা. জাফরুল্লাহ খুবই অল্প সময় কথা বলেন। আলোচনার শুরুতে সঞ্চালক বলেন, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডা. জাফরুল্লাহর একটু সমস্যা হবে। যতটা কম কথা বলা যায়, সেটাই ভালো।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাস থেকে রোগ মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ এবং তার চিকিৎসা ব্যয় সম্পর্কে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত আলোচনা করা হয় 'করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট' বিষয়ে।

ডা. জাফরুল্লাহ জানান, তার ফুসফুস সংক্রমিত। এখনও সেরে উঠেনি। তার কথা বলতে কষ্ট হয়। ১৩ জুন গণস্বাস্থ্যের কিটে পরীক্ষা করে ডা. জাফরুল্লাহর করোনার ফল নেগেটিভ আসে।



 

Show all comments
  • ash ২৫ জুন, ২০২০, ৪:৩৩ পিএম says : 0
    WHY NOT ! PEOPLE ALWAYS LOVES & PRAY FOR GOOD PEOPLE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা. জাফরুল্লাহ

৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ