Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজশাহী বিভাগে নতুন করে করোনা শনাক্ত ১৬৬, মৃত্যু ৫

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১:২১ পিএম

করোনাভাইরাসে রাজশাহী বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জন। আর মারা গেছে ৫ জন। এ নিয়ে বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২৭ জন। আর মোট মৃতের সংখ্যা ৬৬ জন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। নতুন করে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জনের বাড়ি পাবনা। আর ১ জন করে রাজশাহী ও বগুড়ার বাসিন্দা। রাজশাহী জেলায় এ পর্যন্ত ৭, বগুড়ায় ৪৩, নওগাঁয় ৪, নাটোরে ১, সিরাজগঞ্জে ৩ এবং পাবনায় ৮ জন মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি।
বুধবার নতুন শনাক্ত ১৬৬ করোনা রোগীর মধ্যে ১০৯ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ২৭, চাঁপাইনবাবগঞ্জে ৫, জয়পুরহাটে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ১৪ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত বগুড়ায় মোট ২ হাজার ৫১৬, রাজশাহীতে ৩৫৭, জয়পুরহাটে ২৫৬, নওগাঁয় ২৪০, সিরাজগঞ্জে ৩০৯, পাবনায় ৪০৭ জন, নাটোরে ১৪৮ এবং চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জন শনাক্ত হয়েছেন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৮৪৮ জন। এর মধ্যে নওগাঁর ২০২ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ২৮৩ জন, নাটোরের ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪ জন, রাজশাহীর ৬৮ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ৩২ জন করোনামুক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ