বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. শহিদুল আনোয়ার বুধবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ফুসফুস এবং হার্টের সমস্যা য় ভুগছিলেন।
চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান
চক্ষু বিশেষজ্ঞ ডা. শহিদুল আনোয়ার আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান। এ নিয়ে চট্টগ্রামে করোনা এবং উপসর্গ নিয়ে আট জন চিকিৎসক মারা গেছেন।
এদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৪১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের, সুস্থ হয়েছেন ১৬ জন।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৫টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ১৯২ জন এবং উপজেলায় ৪৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।