বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুধবার (২৪জুন) কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলামের করোনা পজেটিভ আসে।
মঙ্গলবার তিনি স্যাম্পল জমা দেন। তবে, সামান্য জ্বর থাকলেও শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানা গেছে । হোম আইসোলেশন থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি।
বুধবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সদর সার্কেল মোঃ আদিবুল ইসলাম।
তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে তার শরীরে জ্বর ও সামান্য গলা ব্যথা হয়। মঙ্গলবার স্যাম্পল জমা দেন। বুধবার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট হাতে পান।
অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনা পরিস্থিতির শুরু থেকেই ফ্রন্টলাইনে থেকে দায়িত্ব পালন করে আসছেন।
করোনা আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহ ও ত্রাণ বিতরণে সার্বক্ষণিক মাঠে ছিলেন। আজ নিজেই আক্রান্ত হলেন পুলিশের চৌকস এই কর্মকর্তা।
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মোঃ আদিবুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।