Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে লিখিত ভর্তি পরীক্ষা পদ্ধতি

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের অভিজাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চালু হচ্ছে লিখিত ভর্তি পরীক্ষা। এতে উত্তীর্ণ হলেই মুখোমুখি হতে হবে সাক্ষাতকারে। এ পর্বে যারা উতরে যাবেন তারাই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এ প্রক্রিয়া কার্যকর হচ্ছে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, ১৯৮০র দশক থেকে ভর্তি পদ্ধতির এই ধারা বাতিল করে এ বিশ্ববিদ্যালয়। নতুন করে এই ধারা চালু হচ্ছে। এর মাধ্যমে তারা আরেক অভিজাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সঙ্গে পাল্লা দেবে। কেমব্রিজ ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক পরিচালক ড. স্যাম লুসি তাদের ভর্তি সংক্রান্ত এ নতুন সিদ্ধান্তের কথা এরই মধ্যে যুক্তরাজ্যের সব বড় বড় স্কুল ও কলেজকে জানিয়ে দিয়েছেন। তিনি এ বিষয়ে সবার কাছে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেছেন, ইউনিভার্সিটি অব কেমব্রিজের কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা নেয়া হবে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে লিখিত ভর্তি পরীক্ষা পদ্ধতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ