Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে বেড়েছে বাড়ি বিক্রির হার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০১ এএম

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব কাটিয়ে ফের চাঙাভাব অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন খাত। চলতি বছরের মে মাসে বাড়ি বিক্রির হার ১৬ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। এটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এপি। এপি তাদের প্রতিবেদনে জানায়, মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি বিক্রি আশ্চর্যজনকভাবে ১৬ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন ব্যবস্থা শিথিল করার পর বিক্রির হার বেড়েছে বলে জানায় সংবাদ সংস্থাটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনার ফলে চলতি বছরের এপ্রিলে আবাসন খাতে বিক্রি ৮ দশমিক ৭ পর্যন্ত কমে গিয়েছিল। কিন্তু মে মাসে বাড়ির দাম ৪ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। মে মাসে যতটুকু বেড়েছে তা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়, একক অর্থাৎ ছোট পরিবারের জন্য ব্যবহৃত বাড়ির বিক্রির চাহিদা বেড়েছে। মে মাসে প্রতিটি বাড়ি গড়ে ৬ লাখ ৭৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। এর আগে সোমবার একটি সমীক্ষায় দেখা যায়, মে মাসে বাড়ি বিক্রি ৯ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল, যা সর্বশেষ দশকের মধ্যে ছিল সর্বনিম্ন। কিন্তু এর একদিন পরেই নতুন করে এই তথ্য সামনে এলো। বাড়ি বিক্রির হার প্রত্যাশার তুলনায় অনেক ভালো বলে জানিয়েছেন বিশ্লেষকরা। যদিও এর আগে অনেক অর্থনীতিবিদ জানিয়েছিল, মে মাসে বিক্রির পরিমাণ আরও কমে যাবে। কিন্তু বাড়ি বিক্রির হার বাড়ায় কর্মসংস্থান সৃষ্টির নতুন আশা জাগিয়েছে। তবে চাকরির বাজার আগের অবস্থানে ফিরবে কি-না, তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ ন্যান্সি ভান্ডেন বলেন, সামনের মাসগুলোতে বিক্রির হার বাড়বে বলে আশা করেছিলাম। তবে খুব দ্রæত আবাসন খাতের পুনরুদ্ধার হচ্ছে। তবে প্রথম অংশে বিক্রির হার স্থির হয়ে যাওয়ায় বাৎসরিক কোটা প‚রণ হবে না। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়ি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ