মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির নেতা কিম জং উন-এর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত বৈঠকে ‘দেশের যুদ্ধ প্রতিরোধকে আরও উৎসাহিত করার’ ব্যবস্থাগুলোর রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটির সদস্যরা ‘বিদ্যমান পরিস্থিতি’ পর্যবেক্ষণ করেন’। তবে এই ‘বিদ্যমান পরিস্থিতি’র কোনও ব্যাখ্যা দেয়নি সংবাদমাধ্যমটি। বছরের পর বছর ধরে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া উত্তর কোরীয় নাগরিক ও দক্ষিণের অ্যাক্টিভিস্টরা উত্তরের শাসন ব্যবস্থা ও এর নেতাদের সমালোচনা করে বেলুনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে। স¤প্রতি এ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তার বোন কিম ইয়ো জং প্রকাশ্যেই দক্ষিণ কোরিয়াকে ‘শত্রæ’ হিসেবে আখ্যায়িতি করেন। এর আগে, উত্তর কোরিয়া-বিরোধী লিফলেট বিতর্কে পড়শি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন কিম জং উন। তাতেও সেভাবে কাজ না হওয়ায় এবার দক্ষিণ কোরিয়ার সীমান্তে হানা দিল উত্তর কোরিয়া। তবে সেনা-হামলা নয়, হামলার জন্য ২০টি লাউড-স্পিকার পাঠিয়েছেন কোরিয়ার কিম। সিউলের এক সেনা স‚ত্রকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবদামাধ্যম এক্সপ্রেস। গত রোববারই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে এই স্পিকারগুলো বসানো হয়েছে। কী কাজ এই ২০টি স্পিকারের? কোরীয় উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা বিশেষজ্ঞদের মতে, ওই লাউড-স্পিকারে দক্ষিণ কোরিয়া বিরোধী সেøাগান চালানো হবে। এছাড়াও কিমের সমর্থনেও ব্যবহার করা হতে পারে ২০টি বড় বড় সেøাগান। আল-জাজিরা,এই সময়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।