বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় পুলিশ ব্যাংকারসহ একদিনে সর্বোচ্চ ৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বার্তায় জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ২৩ জুন মোট ২৫৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৩, মেহেরপুর ২৫, চুয়াডাঙ্গা ২০, মাগুরা ১৭, ঝিনাইদহ ১) মধ্যে কুষ্টিয়ায় ৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, ভেড়ামারা উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৫ জন ও খোকসা উপজেলায় ১জন। কুষ্টিয়ায় করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩৪ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা আমলাপাড়া ১ জন, সদর হসপিটাল ২ জন, চামড়াপট্টি মসজিদ ১ জন, চৌড়হাস ১ জন, কলেজ মোড় ২ জন, ৯৭৪/এ জোয়াদ্দার লেন ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, আইলচারা ১ জন, জুগিয়া ১ জন, পূর্বমজমপুর ১ জন, ইসলামি ব্যাংক ১ জন, শাপলা চত্ত্বর ২ জন, লাহিনী বটতলা ২ জন, কাঞ্চনপুর ১ জন, মজমপুর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা সারকান্দি ২ জন, কুন্দপুর ২ জন, ইলংগী ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা প্রফেসরপাড়া ১ জন, নওদাপাড়া ১ জন, কলেজ পাড়া ১ জন, গোলাপনগর ১ জন, চর দামুড়দিয়া ১ জন, কাচারিপাড়া ১ জন, জগসর ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ওয়াল্টন প্লাজা ২ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা সোনালি ব্যাংক ২ জন, বহলবাড়িয়া ১ জন, লক্ষিরধরদিয়া ১ জন, মিরপুর থানা ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা থানাপাড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।