Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরোধ নিষ্পত্তি ওআইসি’র জন্য জরুরি : কুরেশি

জম্মু-কাশ্মীর পরিস্থিতি ফিলিস্তিনের মতোই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০১ এএম

জম্মু-কাশ্মীর নিয়ে চির প্রতিদ্ব›দ্বী ভারতের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহবান জানিয়েছে পাকিস্তান। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওআইসি’র জম্মু-কাশ্মীর বিষয়ক কন্টাক্ট গ্রুপের জরুরি বৈঠকে বক্তব্যকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এই আহবান জানান। তিনি বলেন, গুরুতর পরিস্থিতি বিবেচনায় জম্মু-কাশ্মীর বিরোধের একটি স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করতে পদক্ষেপ গ্রহণ করা ওআইসি’র জন্য জরুরি হয়ে পড়েছে। কোরেশি বলেন, ওআইসি’র উচিত হবে ২০১৯ সালের ৫ আগস্ট নেয়া ভারতের অবৈধ সিদ্ধান্ত বাতিল; নিরাপত্তা পরিষদের প্রস্তুাব মতো ভারত অধিকৃত কাশ্মীরে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের আয়োজন; নির্লজ্জ মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অধিকৃত ভূখন্ডে গুরুতর লঙ্ঘনগুলো খতিয়ে দেখতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে দিতে ভারতের প্রতি আহবান জানানো। ফিলিস্তিনী ইস্যুর সঙ্গে তুলনা করে কোরেশি বলেন, জম্মু-কাশ্মীর পরিস্থিতি ফিলিস্তিনের মতোই। জাতিসংঘ ও ওআইসির তালিকায় দীর্ঘদিন ধরে এই সমস্যা বিরাজ করছে। আনাদোলু এজেন্সি, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওআইসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ