Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তরের টয়লেট পেপার ভর্তি বেলুন দক্ষিণে প্রেরণ

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হঠাৎ দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় দেখা গেল কিছু একটা ধেয়ে আসছে। আতঙ্কিত হয়ে পড়ল দক্ষিণ কোরিয়াবাসী। কারণ উত্তর কোরিয়া থেকে নিশ্চয়ই ভালো কিছু আসবে না। দেখা গেল এসেছে বেলুন। তবে এতে মনে হওয়ার কিছু নেই যে, দুই কোরিয়ার সম্পর্ক ভালো হয়ে গেছে। কারণ, উত্তর কোরিয়ার পাঠানো বেলুনে ছিল ব্যবহৃত টয়লেট পেপার, টিস্যু আর সিগারেটের কিছু খোসা। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চলতি মাসেই এ কা- করেছে উত্তর কোরিয়া। এর আগে ৬ জানুয়ারি ভূ-গর্ভে পরমাণু পরীক্ষা চালায় পিয়ংইয়ং। আকাশে ধেয়ে আসা বেলুন দেখে ভীত হয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়ার মানুষ। দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, আকাশ থেকে কিছু পড়তে দেখে আমরা ভেবেছিলাম উত্তর কোরিয়া রাসায়নিক কিছু পাঠিয়েছে যা শরীরের জন্য ক্ষতিকর। পরে দেখলাম এগুলোতে কিছু আজেবাজে জিনিসপত্র। আর আছে প্রচারপত্র। বেলুনে ব্যবহৃত টয়লেট পেপার আর অন্যান্য জিনিসের সঙ্গে প্রায় ১০ লাখ প্রচারপত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। সেখানে উত্তরবিরোধী মনস্তাত্ত্বিক প্রচারণা বন্ধ করার আহ্বান জানানো হয়। দ্য টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তরের টয়লেট পেপার ভর্তি বেলুন দক্ষিণে প্রেরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ